আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব
(last modified Fri, 07 Apr 2023 08:22:04 GMT )
এপ্রিল ০৭, ২০২৩ ১৪:২২ Asia/Dhaka
  • আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব

অবশেষে নিজেদের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। গতকাল (বৃহস্পতিবার) চীনের রাজধানী বেইজিং-এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ সম্পর্কে বলেছেন, গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার পর দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তিনবার টেলিফোনে কথা বলেন এবং সর্বশেষ বৃহস্পতিবার তারা বেইজিং-এ সরাসরি সাক্ষাতে মিলিত হন।

কানয়ানি বলেন, চীনের রাজধানীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের বৈঠক ‘সম্পূর্ণ ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, “পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফলাফল হিসেবে আজ (বৃহস্পতিবার) থেকেই ইরান ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হলো।” ইরানের এই মুখপাত্র জানান, দুই মুসলিম দেশ তেহরান ও রিয়াদে তাদের দূতাবাস আবার চালু করার লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে কারিগরি প্রতিনিধিদল বিনিময় করবে।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সাত বছর পর এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হলো।

চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে মাসখানেক আগে একটি চুক্তিতে সই করে। এরপর দুই দেশ সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য তৎপর হয়ে ওঠে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।