তেহরানে ৪০টি যুদ্ধবিমান মহড়া দেবে: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i122038-তেহরানে_৪০টি_যুদ্ধবিমান_মহড়া_দেবে_কমান্ডার
আগামীকাল (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানের আকাশে অন্তত ৪০টি যুদ্ধবিমান উড়বে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০২৩ ০৯:৪২ Asia/Dhaka
  • তেহরানে ৪০টি যুদ্ধবিমান মহড়া দেবে: কমান্ডার

আগামীকাল (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানের আকাশে অন্তত ৪০টি যুদ্ধবিমান উড়বে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি।

তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দিবসে এদেশের বিমান শক্তি প্রদর্শন করা হবে এসব যুদ্ধবিমান উড্ডয়নের মূল লক্ষ্য।

আগামীকাল ১৮ এপ্রিল ইরানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। ওই দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কয়েকটি প্যারেডের আয়োজন করবে।  

জেনারেল ওয়াহিদি বলেন, ইরানের বিমান বাহিনী দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য এ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছে। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরু থেকে এই বাহিনী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিযান ও মিশন পরিচালনা করেছে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেন, সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনায় মধ্যপ্রাচ্যে ইরানের সম্মান ও শক্তিমত্তা কতখানি বৃদ্ধি পেয়েছে তা প্রদর্শন করতে চায় তার বাহিনী।

জেনারেল ওয়াহিদি বলেন, এ বছরের সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী।এতে ৪০টির বেশি যুদ্ধবিমান প্রদর্শন করা হবে যেগুলোর মধ্যে থাকবে সায়েক্কে, কোসার, এফ৪, এফ৫, এফ১৪, এফ৭, মিগ-২৯ এবং সুখোই-২৪।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার দুই মাস পর একই বছরের ১৮ এপ্রিল দেশের সশস্ত্র বাহিনীর একদল কমান্ডার ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইমামের নির্দেশে ১৮ এপ্রিল সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন শুরু হয়।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।