পর্যটন দেশ ইরান:
পর্যটনের জন্য ইরান সবচেয়ে নিরাপদ ও সুন্দর একটি দেশ: জারগামি
-
ইজ্জাতুল্লাহ জারগামি
ইরানের হস্তশিল্প, পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন: পর্যটনের জন্য ইরান সবচেয়ে নিরাপদ ও সুন্দর একটি দেশ।
ইজ্জাতুল্লাহ জারগামি আজ (বুধবার) ইরান প্রেস বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন: পর্যটন ইরানিদেরসহ বিশ্বের সকল মানুষের অধিকার। সেইসঙ্গে তিনি বলেন ইরান পর্যটনের জন্য বিশ্বের অন্যতম নিরাপদ এবং সুন্দর একটি গন্তব্য।

জারগামি আরও বলেন: প্রায় ৫০টি দেশকে অগ্রাধিকার ভিত্তিতে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে আলোচনা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেছেন: পর্যটনের বিকাশের জন্য এবং বিশ্বের মানুষ যাতে ইরান সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে প্রধান কর্মসূচি হল পর্যটকদের জন্য পরিচিতি সফর বা ফ্যাম ট্যুরের ব্যবস্থা করা।
জারগামি বলেন: বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ দেশ চীন এবং রাশিয়ার জন্য এরকম একটি পরিচিতি সফর শুরু করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।