শত্রুর ২ গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i122356-শত্রুর_২_গোয়েন্দা_বিমান_একই_সময়ে_হ্যাক_করেছে_ইরান
সীমান্তের কাছে শত্রুর দু'টি গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইলেকট্রনিক কোম্পানি 'সা ইরান' আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৪, ২০২৩ ১৫:৩৯ Asia/Dhaka
  • ইরানের ইলেকট্রনিক যুদ্ধ  মহড়ার কিছু পুরোনো ছবি
    ইরানের ইলেকট্রনিক যুদ্ধ মহড়ার কিছু পুরোনো ছবি

সীমান্তের কাছে শত্রুর দু'টি গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইলেকট্রনিক কোম্পানি 'সা ইরান' আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।

কোম্পানির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান দু'টিকে হ্যাক করা হয়েছে। শত্রুর বিমান দু'টি এ সময় ইরানের আকাশসীমার খুব কাছে অবস্থান করছিল।

তিনি আরও বলেছেন, ইলেকট্রনিক যুদ্ধে ইরান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। শত্রুর সব ধরণের ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তেহরানের রয়েছে।

আমির রাস্তেগারি আরও বলেন, দেশের নিরাপত্তা বিশেষকরে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বিষয়টি বুঝতে পেরেছে।

'সা ইরান' কোম্পানির প্রধানের মতে, কয়েকশ' কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যেকোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টির সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে।#   

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।