পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের ঘোষণা
ইয়েমেনের যুদ্ধবিরতি এবং অবরোধ অবসানের প্রতি ইরানের সমর্থন রয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জরুরিভিত্তিতে পুর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ ও ইয়েমেনের ওপর আরোপ করা অবরোধের অবসান ঘটাতে হবে।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র এবং প্রধান আলোচক মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ওমানের রাজধানী মাস্কাটে গতকাল দুপক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের ওপর থেকে সর্বাত্মক অবরোধ সম্পূর্ণভাবে উঠে যায় এমন যেকোনো ধরনের পদক্ষেপ ও তৎপরতাকে স্বাগত জানায় ইরান। সম্প্রতি ইয়েমেনের দুপক্ষের মধ্যে যে বন্দি বিনিময় হয়েছে তার প্রশংসা করেন আমির আব্দুল্লাহিয়ান।
বৈঠকে আনসারুল্লাহ মুখপাত্র তার দেশের প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সমস্ত ইয়েমেনি নাগরিকের অধিকার সংরক্ষণ করে সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত সানা আলোচনা অব্যাহত রাখবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।