তাবাস মরুভূমিতে ১৯৮০ সালের অপমানজনক পরাজয় থেকে শিক্ষা নিন
(last modified Wed, 26 Apr 2023 12:13:59 GMT )
এপ্রিল ২৬, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  • তাবাস মরুভূমিতে ১৯৮০ সালের অপমানজনক পরাজয় থেকে শিক্ষা নিন

১৯৮০ সালে তাবাস মরুভূমিতে আমেরিকার কথিত ‘অপারেশন ঈগল ক্ল’ অপমানজনকভাবে পরাজিত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে ইরান বলেছে, ওই লজ্জাজনক পরাজয় থেকে আমেরিকার শিক্ষা নেয়া উচিত।

মার্কিন ব্যর্থ সামরিক অভিযানের ৪৩তম বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে। এতে বলা হয়- ইরান দিন দিন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকিকে অকার্যকর করে চলেছে। বিবৃতিতে আরো বলা হয় ১৯৮০ সালের ২৫ এপ্রিল ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে আমেরিকার স্পেশাল ফোর্সের সেনারা ইরানের ওপর আগ্রাসন চালায় কিন্তু তাবাস মরুভূমিতে তাদের সেই অভিযান পরিকল্পনা অলৌকিকভাবে ব্যর্থ হয়ে যায়।
এই ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন সরকারকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ দশক আগের এই লজ্জাজনক ফলাফল থেকে তাদের শিক্ষা নেয়া উচিত। ১৯৮০ সালের ২৫ এপ্রিল আমেরিকার সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা অপারেশন ঈগল ক্ল নামে ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করে। তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার এই অভিযানের সরাসরি নির্দেশ দেন। ইরানে মার্কিন দূতাবাস থেকে যে ৫২ জন কূটনীতিককে আটক করে তেহরান, তাদের উদ্ধারের জন্য এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই অভিযানে অংশ নেয়া যুদ্ধবিমান ও হেলিকপ্টার-গানশিপ ধূলিঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।