পারস্য উপসাগর গোটা অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির অংশ: ইরান
(last modified Mon, 01 May 2023 02:25:53 GMT )
মে ০১, ২০২৩ ০৮:২৫ Asia/Dhaka
  • পারস্য উপসাগর গোটা অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির অংশ: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগর হচ্ছে তার দেশ ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি রোববার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পারস্য উপসাগর হচ্ছে ইরান ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং উপকারে ভরা একটি প্রাকৃতিক সম্পদ।” তিনি বলেন, পারস্য উপসাগর থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার জন্য নিরাপত্তা, অভিন্নতা এবং উপকূলীয় দেশগুলোর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের জনগণ রোববার জাতীয় পারস্য উপসাগর দিবস উদযাপনের জন্য দেশব্যাপী অনুষ্ঠান করেছে, যা ইসলামি প্রজাতন্ত্রের আধিপত্য-বিরোধী অটল অবস্থানের প্রতীক এবং কিছু আঞ্চলিক দেশের পক্ষ থেকে এই কৌশলগত পানিসীমার নাম পরিবর্তন করার ব্যর্থ প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে।

এ উপলক্ষে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "পারস্য উপসাগরের নামটি ইতিহাসের সঙ্গে জন্ম নিয়েছে। সমস্ত ঐতিহাসিক ও আন্তর্জাতিক সূত্র, প্রাচীন মানচিত্র, নথিপত্র, বই এবং সেইসঙ্গে জাতিসংঘের নির্দেশিকা নিশ্চিত করে যে, ইরানের দক্ষিণের জলরাশিকে সব সময় পারস্য উপসাগর বলা হতো।

২,৫‌১,০০০ বর্গকিলোমিটার বিস্তৃত পারস্য উপসাগর একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ যা পশ্চিম এশিয়াকে আফ্রিকা, ভারত এবং চীনের সঙ্গে সংযুক্ত করে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১