ধারনার চেয়ে দ্রুতগতিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i123080-ধারনার_চেয়ে_দ্রুতগতিতে_সাম্রাজ্যবাদী_শক্তিগুলোর_পতন_হচ্ছে_ইরান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন ধারনার চেয়ে দ্রুতগতিতে হচ্ছে। তিনি আঞ্চলিক পরিস্থিতিকে প্রতিরোধ অক্ষের অনুকূলে বলেও বর্ণনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০২৩ ১৩:৫৫ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন ধারনার চেয়ে দ্রুতগতিতে হচ্ছে। তিনি আঞ্চলিক পরিস্থিতিকে প্রতিরোধ অক্ষের অনুকূলে বলেও বর্ণনা করেছেন।

ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার জিওম্যাট্রি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপণী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শামখানি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা এখন একটি সংবেদনশীল ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছি। বিশ্ব ব্যবস্থায় যে বিশাল পরিবর্তন হতে যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের সময় আমাদের বৃহৎ পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন করতে হবে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকতা বলেন, নয়া বিশ্বব্যবস্থা আমাদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি করতে পারে- এটা যেমন ঠিক তেমনি তা আমাদের জন্য হুমকি ও বিপদও তৈরি করতে পারে।তবে সুযোগ কিংবা হুমকির বিষয়টি নির্ভর করছে দেশগুলোর আচরণ এবং এই বিশাল পরিবর্তন গ্রহণ করার জন্য তাদের প্রস্তুতির ওপর। নয়া বিশ্ব ব্যবস্থাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।