ইসরাইলি অপরাধযজ্ঞের সহযোগী পশ্চিমা পৃষ্ঠপোষকরা: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i123280-ইসরাইলি_অপরাধযজ্ঞের_সহযোগী_পশ্চিমা_পৃষ্ঠপোষকরা_রায়িসি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি তেল আবিবের পশ্চিমা পৃষ্ঠপোষকদের সমর্থনের কঠোর নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৭, ২০২৩ ১০:২৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি তেল আবিবের পশ্চিমা পৃষ্ঠপোষকদের সমর্থনের কঠোর নিন্দা জানিয়েছেন।

ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবসের ৭৫তম বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই নিন্দা জানান। পশ্চিমা পৃষ্ঠপোষকদের সহযোগিতায় যুদ্ধের মধ্যদিয়ে ফিলিস্তিনের বিরাট এলাকা দখলের পর ১৯৪৮ সালের এই দিনে ইহুদিবাদী ইসরাইল তার অস্তিত্ব ঘোষণা করে।

ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেছেন, "ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে যথার্থভাবে বিপর্যয় দিবস নাম দেয়া হয়েছে, এই দিনে ইহুদিবাদী ইসরাইল লাখ লাখ ফিলিস্তিনি নাগরিককে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে এবং তাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে।”

প্রেসিডেন্ট তার বার্তায় আরো বলেন, ১৯৪৮ সালের এই দিনের পর থেকে দখলদার ইসরাইল ফিলিস্তিনিদের অগণিত ঘরবাড়ি, কৃষিক্ষেত্র ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নষ্ট করেছে। এই সমস্ত অপরাধযজ্ঞের জন্য অবধারিতভাবে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি তার পশ্চিমা সমর্থকরা বিশেষ করে আমেরিকা অবশ্যই দায়ী; তারা সহযোগীর ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, বর্ণবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানায় ইরান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।