এবার পাল্টা পদক্ষেপ
আইসিসি'র করিম খানের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা!
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া।
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানো জারি করার পর রাশিয়া এই পাল্টা পদক্ষেপ নিল।
ইউক্রেনের কথিত মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগ এনে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গত মার্চ মাসে কারিম খান আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরারি আসামের তালিকায় এখন করিম খানের নাম রয়েছে। সুনির্দিষ্ট কোন অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা পরিষ্কার করেনি রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করার পর করিম খানকে অপরাধী হিসেবে চিহ্নিত করছে রাশিয়া এবং এরই মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইসিসি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে রাশিয়া তাদের নিজস্ব আইনে বাতিল বলে ঘোষণা করেছে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।