রাশিয়া ও ইরান বাণিজ্য ক্ষেত্রে নিজেদের মুদ্রার ব্যবহার আরো বাড়াবে
https://parstoday.ir/bn/news/iran-i123600-রাশিয়া_ও_ইরান_বাণিজ্য_ক্ষেত্রে_নিজেদের_মুদ্রার_ব্যবহার_আরো_বাড়াবে
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রার ব্যবহার আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে সই করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০২৩ ১৬:০৩ Asia/Dhaka
  • রাশিয়া ও ইরান বাণিজ্য ক্ষেত্রে নিজেদের মুদ্রার ব্যবহার আরো বাড়াবে

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রার ব্যবহার আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে সই করেছে।

দীর্ঘদিন থেকে ইরান এবং রাশিয়া বাণিজ্য ক্ষেত্রে ডলারের ব্যবহার বন্ধের ব্যাপারে যে চেষ্টা-প্রচেষ্টা চালিয়ে আসছে তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হলো।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইলভিরা নাবিউলিনা গতকাল (বুধবার) ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিনের সঙ্গে রাজধানী তেহরানে বৈঠক করেন। আজ থেকে তেহরানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বা এসিইউ-এর যে সম্মেলন শুরু হয়েছে তাতে যোগ দিতে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তেহরান সফর করছেন।
রাশিয়ার কেন্দ্র ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফার্জিন তার টুইটার পেইজে লিখেছেন, “রাশিয়ার সহকর্মীর সঙ্গে আমার ভালো এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাদের দুই দেশের মুদ্রা বিষয়ে আমরা দুই পক্ষ একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এ বিষয়ে এরইমধ্যে একটি রোড ম্যাপ তৈরি হয়েছে। এখন পরিকল্পনা মতো দুই দেশ বাণিজ্য ক্ষেত্রে জাতীয় মুদ্রা ব্যবহার করবে, এতে দুই দেশের সম্পর্ক শক্তিশালী হবে।"
ইরানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুসারে, রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দুই দেশের ব্যাংকিং এবং অর্থ খাতে সহযোগিতা জোরদারের কথা বলেছেন।
ইরান ও রাশিয়া দুদেশই আমেরিকার আধিপত্যবাদী নীতি ও নিষেধাজ্ঞার শিকার। অনেকদিন থেকেই দুই দেশ মার্কিন ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।#
পার্সটুডে/এসআইবি/‌এনএম/২৫

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।