ইরানি হজযাত্রীদের সৌদি আরবে উষ্ণ অভ্যর্থনা
https://parstoday.ir/bn/news/iran-i123832-ইরানি_হজযাত্রীদের_সৌদি_আরবে_উষ্ণ_অভ্যর্থনা
ইরা‌নি হজযাত্রী‌দের প্রথম কা‌ফেলা গতকাল (মঙ্গলবার) ‌জেদ্দায় বাদশাহ আব্দুলআজিজ বিমান বন্দ‌রে পৌঁছার পর সৌ‌দি সরকার তাঁ‌দেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এরপর তারা হোটেলে পৌঁছালে দফ বা‌জি‌য়ে এবং না‌তে রাসূল (সা.) পরি‌বেশন ক‌রে তাদেরকে পবিত্র মক্কায় স্বাগত জানানো হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ৩১, ২০২৩ ১৮:০২ Asia/Dhaka

ইরা‌নি হজযাত্রী‌দের প্রথম কা‌ফেলা গতকাল (মঙ্গলবার) ‌জেদ্দায় বাদশাহ আব্দুলআজিজ বিমান বন্দ‌রে পৌঁছার পর সৌ‌দি সরকার তাঁ‌দেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এরপর তারা হোটেলে পৌঁছালে দফ বা‌জি‌য়ে এবং না‌তে রাসূল (সা.) পরি‌বেশন ক‌রে তাদেরকে পবিত্র মক্কায় স্বাগত জানানো হয়।

এসময় শিশুরা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন এবং সৌদি কর্মকর্তারা শরবত ও শুকনো খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করেন।

চলতি বছর ইরান থেকে ৮৭ হাজার ৫৫০ জন মুসলমানরা হজ করতে যাবেন। ইতোমধ্যে ২৮ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১