ইরানের দাশত নাজ সারিতে মৎস চাষের বিশাল জলভূমি
https://parstoday.ir/bn/news/iran-i124304-ইরানের_দাশত_নাজ_সারিতে_মৎস_চাষের_বিশাল_জলভূমি
ইরানের মৎস শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত  দাশত নাজ সারি এগ্রিকালচারাল কোম্পানি মৎস উৎপাদনে ৫০ বছর পার করেছে।  কোম্পানিটির মৎস প্রজনন ইউনিট ৪০০ হেক্টরেরও বেশি জমি নিয়ে  ২৮০ হেক্টরেের মধ্যে  প্রায় ৩০ বছর ধরে মাছ চাষসহ নানা  অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম শুরু চালিয়ে আসছে। কোম্পানিটি কাপুর মাছসহ বিভিন্ন প্রজাতির ১০০০ টন মাছ বছরে উৎপাদন করে আসছে। মাছ চাষের এই বিশাল প্রকল্পটি ইরানের মাজান্দারান প্রদেশে অবস্থিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২৩ ২০:১০ Asia/Dhaka
  • ইরানের দাশত নাজ সারিতে মৎস চাষের বিশাল জলভূমি

ইরানের মৎস শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত  দাশত নাজ সারি এগ্রিকালচারাল কোম্পানি মৎস উৎপাদনে ৫০ বছর পার করেছে।  কোম্পানিটির মৎস প্রজনন ইউনিট ৪০০ হেক্টরেরও বেশি জমি নিয়ে  ২৮০ হেক্টরেের মধ্যে  প্রায় ৩০ বছর ধরে মাছ চাষসহ নানা  অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম শুরু চালিয়ে আসছে। কোম্পানিটি কাপুর মাছসহ বিভিন্ন প্রজাতির ১০০০ টন মাছ বছরে উৎপাদন করে আসছে। মাছ চাষের এই বিশাল প্রকল্পটি ইরানের মাজান্দারান প্রদেশে অবস্থিত।