৩ ইউরোপীয় দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন আলী বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i124394-৩_ইউরোপীয়_দেশের_উপ_পররাষ্ট্রমন্ত্রীদের_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_আলী_বাকেরি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি ২০১৫ সালে তার দেশের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশের সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি মঙ্গলবার নিজের টুইটার একাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৪, ২০২৩ ০৯:৫১ Asia/Dhaka
  • আলী বাকেরি
    আলী বাকেরি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি ২০১৫ সালে তার দেশের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশের সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি মঙ্গলবার নিজের টুইটার একাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

আলী বাকেরি বলেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে তিনি নিজের ব্রিটিশ, ফ্রেঞ্চ ও জার্মান সমকক্ষদের সঙ্গে ‘বেশ কয়েকটি ইস্যুতে’ আলোচনা ও মত বিনিময় করেছেন।

ফার্সি ভাষায় দেওয়া টুইটার পোস্টে বলা হয়েছে, আঞ্চলিক ও বহির্বিশ্বের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার জের ধরে আমি আমার ব্রিটিশ, ফ্রেঞ্চ ও জার্মান সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছি। সাক্ষাতে বেশ কিছু ইস্যু এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোচনা হয়েছে।

২০১৫ সালে ইরান এবং ৬ জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় এসে ২০১৮ সালে তা বাতিল করেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরান পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার উপায় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যায়। গত বছরের গ্রীষ্মকাল থেকে ওই আলোচনা বন্ধ রয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন চলছে; যদিও তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে- ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান- এমন বিধান রেখে ইরান ও আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবরে প্রকাশিত হওয়ার একই সময়ে আবু ধাবিতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের উপ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।