'ইরান ইস্যুতে পাশ্চাতের বিবেক-বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে'
(last modified Fri, 23 Jun 2023 12:53:42 GMT )
জুন ২৩, ২০২৩ ১৮:৫৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ
    সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইসলামি ইরান ইস্যুতে পাশ্চাত্যের বিবেক-বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে। ইরানের দৃঢ়তার কারণেই এটা সম্ভব হয়েছে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আবু তোরাবিফার্দ আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক লাতিন আমেরিকা সফর থেকে অনেক কিছু অর্জিত হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী তৎপরতার জন্য ভেনিজুয়েলা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সেদেশে প্রেসিডেন্ট রায়িসির সফর নানা দিক থেকে বিশ্লেষণযোগ্য।

বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে জুমার খতিব বলেন, ইরানের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ পরিপূর্ণভাবে স্বাধীন। বিশ্বের খুব কম দেশের বিচার বিভাগের এ ধরণের স্বাধীনতা রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ