পারস্য উপসাগরের সঠিক নাম ব্যবহার করতে ফ্রান্সের প্রতি ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i124818-পারস্য_উপসাগরের_সঠিক_নাম_ব্যবহার_করতে_ফ্রান্সের_প্রতি_ইরানের_আহ্বান
পারস্য উপসাগরের একটি ভুল নাম ব্যবহার করায় ফ্রান্সের তীব্র সমালোচনা করেছে ইরান। ফ্রান্সকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

পারস্য উপসাগরের একটি ভুল নাম ব্যবহার করায় ফ্রান্সের তীব্র সমালোচনা করেছে ইরান। ফ্রান্সকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে তেহরান।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক টুইটার বার্তায় ইরানকে কথিত ‘উপসাগর’ ও মধ্য এশিয়া অঞ্চলে ‘অস্থিতিশীলতার উৎস’ বলে অভিযুক্ত করে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি পাল্টা টুইট করে লিখেছেন, “পারস্য উপসাগর নিয়ে কথা বলতে গেলে এটির সঠিক, ঐতিহাসিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম ব্যবহার করা উচিত।” তিনি আরো লিখেছেন, ফ্রান্স নামক দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। কাজেই দেশটি যেন ইরানকে অভিযুক্ত করা বা হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকে।

পারস্য উপসাগরের ঐতিহাসিক উৎস সম্পর্কে আলোচনা করতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব সম্মেলনে বিশ্বের প্রখ্যাত একাডেমিক কেন্দ্রগুলোর গবেষকরা একবাক্যে স্বীকার করেছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় পানিসীমার নাম পারস্য উপসাগর। কিন্তু কিছু আঞ্চলিক দেশের পাশাপাশি তাদের পশ্চিমা মিত্ররা এই উপসাগরের নামের ‘পারস্য’ অংশটি মুছে ফেলার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/‌২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।