ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করলো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125238
তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ‌ট্র মন্ত্রণালয়। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ধ্বংসাত্মক ও হস্তক্ষেপমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে ব্রিটিশ কূটনীতিককে তলব করা হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০৭, ২০২৩ ১৪:৪৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ‌ট্র মন্ত্রণালয়। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ধ্বংসাত্মক ও হস্তক্ষেপমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে ব্রিটিশ কূটনীতিককে তলব করা হয়।

গতকাল (বৃহস্পতিবার) ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক তলব করেন। ইরান শান্তিপূর্ণ পথে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানকে অভিযুক্ত করে ব্রিটিশ রাষ্ট্রদূত বক্তব্য দেয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই চার্জ দ্য অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করা হলো।

জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ২০১৫ সালে ইরান এবং ৬ জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তেহরান তা লঙ্ঘন করছে। একই সঙ্গে বারবারা উডওয়ার্ড অভিযোগ করেছেন যে, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে।

এসব বিষয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ব্রিটেনের হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানান ইরানের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক। তিনি ব্রিটিশ কূটনীতিকে ইহুদিবাদী ইসরাইল ও সন্ত্রাসী গোষ্ঠীর পাতানো ফাঁদে পা না দেয়ার পরামর্শ দেন। সন্ত্রাসবাদী গোষ্ঠী বলতে তিনি মূলত মুনাফেকিন গোষ্ঠি মুজাহিদীনের খালক অর্গানাইজেশন বা এমকেও-কে বুঝিয়েছেন।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মহাপরিচালক আরো বলেছেন, ইরানের বিষয়ে ব্রিটেনের অব্যাহত ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও দৃষ্টিভঙ্গি কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমনটি চলতে থাকলে অবশ্যই ইরান পাল্টাও কার্যকর ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।