ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায়
নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ৪ পশ্চিমা দেশ: ইরান
কানাডা, সুইডেন, ইউক্রেন ও ব্রিটেন ২০২০ সালে তেহরানের আকাশে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভুল করে ভূপাতিত করার ঘটনা নিয়ে সৃষ্ট মতপার্থক্য কূটনৈতিক উপায়ে নিরসনের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইরান।
তেহরান বলেছে, নিজেদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ওই চার দেশ বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছে, চার পশ্চিমা দেশ বিষয়টিকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে’তে নিয়ে গিয়ে তাদের ‘রাজনৈতিক উদ্দেশ্য’ চরিতার্থ করেছে।
ওই চার দেশ আইসিজে’তে দাখিল করা আবেদনে দাবি করেছে, ইরান ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনায় বেসামরিক বিমান চলাচল বিষয়ক কথিত মন্ট্রিল কনভেনশনের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে।
এসব দেশ আরো দাবি করেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনায় বিমানটিকে গুলি করা থেকে বিরত থাকার জন্য যেসব ব্যবস্থা নেয়া উচিত ছিল তা নিতে তেহরান কার্যত ব্যর্থ হয়েছে।
এছাড়া, ওই ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই নিহত হওয়ার পর একটি ‘নিরপেক্ষ, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত’ ফৌজদারি তদন্ত চালাতে এবং সঠিকভাবে বিচার করতে ব্যর্থ হয়েছে ইরান।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান ওই দুর্ঘটনার পরপরই ‘আন্তরিক সদিচ্ছা’ নিয়ে এ ঘটনার তদন্ত করতে একটি ‘স্বাধীন কারিগরি গ্রুপ’ গঠন করেছে। ওই তদন্তের ক্ষেত্রে ইরান নিজের অভ্যন্তরীণ আইন মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতিও সম্মান প্রদর্শন করেছে।
২০২০ সালের ৮ জানুয়ারি কিয়েভগামী ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান তেহরান থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।পরবর্তীতে প্রমাণিত হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে বিমানটি ভূপাতিত হয়।ওই ঘটনার চারদিন আগে ইরাকে ইরানি সেনা কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা। ফলে দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপারেটর সামরিক লক্ষ্যবস্তু মনে করে ভুলক্রমে যাত্রীবাহী বিমানে গুলি করে দেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০