ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ইরান কারো সঙ্গে ভদ্রতা দেখাবে না: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 13 Jul 2023 03:58:34 GMT )
জুলাই ১৩, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

পারস্য উপসাগরে ইরানের তিনটি দ্বীপের ব্যাপারে রাশিয়া এবং পারস্য উপাসগরীয় আরব দেশগুলোর সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, নিজের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে ইরান কখনও নমনীয় হবে না।

সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের তিন দ্বীপ গ্রেটার তোম্ব, লেসার তোম্প এবং আবু মুসার মালিকানা দাবি করে আসছে। গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরব আমিরাতের ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়।

বিবৃতিতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচ্য তিন দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্কের ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানান।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরের তিন দ্বীপের মালিকানা নিয়ে কোনো মতবিরোধ বা বিতর্ক নেই। এগুলোর একচ্ছত্র মালিকানা ইরানের। তিনি বলেন, “ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমরা কারো সঙ্গে ভদ্রতা দেখাব না।”

এর আগে বুধবার তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।রাষ্ট্রদূতকে জানানো হয়, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে রাশিয়া যে যৌথ বিবৃতিতে দিয়েছে তাতে ইরানের ঘোরতর আপত্তি রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।