ইরানকে আর কেউ হুমকি দিতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী
(last modified Wed, 19 Jul 2023 10:45:31 GMT )
জুলাই ১৯, ২০২৩ ১৬:৪৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ রেজা আশতিয়ানি
    মোহাম্মাদ রেজা আশতিয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন- ইরান এখন শক্তি ও দৃঢ়তার দিক থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেউ আর হুমকি দেওয়ার সাহস পাবে না।

তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেছেন।

আশতিয়ানি আরও বলেছেন, আমেরিকা তার মতো কাজ চালিয়ে যাচ্ছে। তবে ইরানকে কেউ আর হুমকি দিতে পারবে না। বলিভিয়ার সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, লাতিন আমেরিকার দেশগুলো স্বাধীনচেতা ও প্রতিরোধকামী। এসব দেশ আমেরিকার আধিপত্যকামী ও একপেশে নীতির মোকাবেলায় সোচ্চার রয়েছে। এ কারণে এসব দেশকে আমরা গুরুত্ব দিয়ে থাকি।

ইরানের ড্রোন শক্তি প্রসঙ্গে তিনি বলেন- ইরান ড্রোন শক্তিতে অত্যন্ত অগ্রগামী। সামরিক ক্ষেত্রের পাশাপাশি কৃষি ও সেবা খাতেও ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ