ইরানের সঙ্গে গভীর সংলাপে আগ্রহী উপসাগরীয় সহযোগিতা পরিষদ
(last modified Thu, 20 Jul 2023 07:05:46 GMT )
জুলাই ২০, ২০২৩ ১৩:০৫ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে গভীর সংলাপে আগ্রহী উপসাগরীয় সহযোগিতা পরিষদ

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে তার প্রশংসা করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি।

সংস্থাটির সদস্য দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করার জন্য গভীর আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাউয়ি বলেন, সৌদি-ইরান সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে। এ সময় তিনি জিসিসি'র পক্ষ থেকে ইরানের সঙ্গে গভীর আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের সমস্ত দেশ সৌদি আরব ও ইরানের মধ্যকার নতুন এই সম্পর্ককে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুসারে ইরানের সঙ্গে গভীর আলোচনায় বসতে চায় জিসিসি। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর কাছে অর্থনৈতিক সমস্যাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অর্থনৈতিক সমন্বয় সাধনের জন্য জিসিসিভুক্ত দেশগুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে এই অঞ্চলের নেতাদের মধ্যে সচেতনতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি হয়। চুক্তি অনুসারে পরবর্তীতে দুই দেশ দূতাবাস খুলেছে এবং রাষ্ট্রদূত নিয়োগ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ