ইরান জুড়ে তাসুয়ার শোক মিছিল, গভীর শ্রদ্ধায় আব্বাস ইবনে আলীকে স্মরণ
(last modified Fri, 28 Jul 2023 08:48:43 GMT )
জুলাই ২৮, ২০২৩ ১৪:৪৮ Asia/Dhaka
  • ইরান জুড়ে তাসুয়ার শোক মিছিল, গভীর শ্রদ্ধায় আব্বাস ইবনে আলীকে স্মরণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (বৃহস্পতিবার) শোকাবহ ৯ মহররম উপলক্ষে তাসুয়ার শোক মিছিল হয়েছে। সারা ইরান এবং আশপাশের আরো কিছু দেশের কোটি কোটি শিয়া মুসলমান এই শোক মিছিলে অংশ নেন এবং ৯ মহররমের এই শোকানুষ্ঠান মধ্যরাত পর্যন্ত চলে।

মহররম মাসের প্রথম দশ দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন (আ.) এবং তার ৭২ জন সংগীর শাহাদাতের স্মরণে ইরান ও বিশ্বের বিভিন্ন দেশের শিয়া মুসলমানেরা টানা শোকানুষ্ঠান পালন করে থাকেন। 

ইরাকের কারবালা প্রান্তরে ইমাম হুসাইন (আ.) এবং তার ৭২ জনসংগী বর্বর ইয়াজিদের বিশাল বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। 

ইমাম শিবিরে প্রচণ্ড পানির অভাবের কারণে উপায়হীন হয়ে ৯ মহররম ইমাম হুসাইনের সৎ ভাই হযরত আব্বাস ইবনে আলী ফোরাত নদী থেকে পানি আনতে যান। কিন্তু ইয়াজিদের সেনারা তাকে নির্মমভাবে শহীদ করে। এর একদিন পরই অর্থাৎ ১০ মহররম সারা বিশ্বকে কাঁদিয়ে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেন।

ইমাম হুসাইন (আ.) এবং তার সংগী-সাথীদের করুণ শাহাদাতের ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের শিয়া মুসলমানরা কালো কাপড় পরে শোকানুষ্ঠানে যোগ দেন এবং ইরানের সর্বস্তরের লোকজন এতে অংশ নেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর ২৮