শিগগিরি আরো কৌশলগত অস্ত্র পাচ্ছে আইআরজিসি 
https://parstoday.ir/bn/news/iran-i126270-শিগগিরি_আরো_কৌশলগত_অস্ত্র_পাচ্ছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শিগগিরি আরো সর্বাধুনিক কৌশলগত অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতে পাচ্ছে। এতে এই বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে যাবে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০১, ২০২৩ ১০:১৬ Asia/Dhaka
  • শিগগিরি আরো কৌশলগত অস্ত্র পাচ্ছে আইআরজিসি 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শিগগিরি আরো সর্বাধুনিক কৌশলগত অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতে পাচ্ছে। এতে এই বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে যাবে। 

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ গতকাল (সোমবার) সাংবাদিকদের জানান, তার বাহিনী লাগাতারভাবে শক্তি বাড়িয়ে যাবে যাতে ইসলামি বিপ্লব এবং ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়। তিনি আরো বলেন, চলতি বছর আইআরজিসি’র বিভিন্ন শাখার শক্তি ও সামর্থ্য দেখতে পারবে ইরানের জনগণ। সমুদ্র প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন কৌশলগত ব্যবস্থা এবং সক্ষমতা পাচ্ছে আইআরজিসির নৌ শাখা। শিগগিরি এগুলো উন্মুক্ত করা হবে বলে জানান জেনারেল শরীফ।

আইআরজিসির এ মুখপাত্র আরো বলেন, তার বাহিনীর সামনে যত সম্ভাব্য এবং কল্পিত হুমকি রয়েছে সেগুলো দূর করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।