শত্রুদের যে-কোনো ষড়যন্ত্র ও হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i126326-শত্রুদের_যে_কোনো_ষড়যন্ত্র_ও_হুমকির_দাঁতভাঙা_জবাব_দেওয়া_হবে_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার-ইন-চীফ বলেছেন: ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যে-কোনো ষড়যন্ত্র ও হুমকির দাঁতভাঙা জবাব দেবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০২৩ ১৮:০৯ Asia/Dhaka
  • আইআরজিসি\'র নৌ-মহড়া
    আইআরজিসি\'র নৌ-মহড়া

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার-ইন-চীফ বলেছেন: ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যে-কোনো ষড়যন্ত্র ও হুমকির দাঁতভাঙা জবাব দেবে।

মেজর জেনারেল হোসেইন সালামি

পারস্য উপসাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মহড়ায় অংশ নেওয়া আইআরজিসি'র নৌ-বাহিনীর সমাবেশে মেজর জেনারেল হোসেইন সালামি আজ এ মন্তব্য করেন। তিনি বলেন পারস্য উপসাগরসহ এ অঞ্চলের দ্বীপগুলোর সুরক্ষায় ইরানি বাহিনীর শক্তি প্রদর্শনই এই মহড়ার উদ্দেশ্য।

তিনি বলেন: ইরানের সশস্ত্র বাহিনী সীমান্ত নিরাপত্তা, স্বাধীনতা এবং বিপ্লবের গৌরবোজ্জ্বল সাফল্যগুলো সুরক্ষায় আত্মনিবেদিত। 'শহীদ ইসহাক দারা' নামের এই মহড়ায় অংশগ্রহণকারী উদ্যমী যোদ্ধা এবং সাহসী সীমান্তরক্ষীদের উপস্থিতির প্রশংসা করেন মেজর জেনারেল সালামি। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার যুক্তি উল্লেখ করে তিনি বলেন: প্রতিরক্ষার স্বার্থে যে-কোনো পরিস্থিতিতে সবসময়ের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। মেজর সালামি বলেন: এ অঞ্চলের মুসলিম সরকারগুলো নিজেরাই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে  নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। আঞ্চলিক নিরাপত্তার জন্য বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। জনাব সালামি দৃঢ়তার সঙ্গে বলেন: পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা, যুদ্ধ, অস্থিতিশীলতা, বিচ্ছিন্নতা ইত্যাদির জন্য আমেরিকা ও ইসরাইল দায়ী।

রিয়ার অ্যাডমিরাল তাংসিরি

আবুমূসা দ্বীপকে কেন্দ্র করে পারস্য উপসাগরের ইরানী দ্বীপগুলোর শক্তিশালী প্রতিরক্ষার লক্ষ্যে আইআরজিসি'র নৌ-বাহিনী আজ সকাল থেকে মহড়া শুরু করেছে। মহড়ার অবকাশে রিয়ার অ্যাডমিরাল তাংসিরি বলেছেন: আইআরজিসি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। পারস্য উপসাগরকে তিনি এই অঞ্চলের সকল দেশের বলে উল্লেখ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের দ্বীপগুলো উজ্জ্বল রত্নের মতো। এগুলো ইসলামী ইরানের জলে-স্থলে চিরকাল জ্বলজ্বল করবে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।