আইআরজিসি পেল অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র; বাড়বে যুদ্ধ সক্ষমতা
https://parstoday.ir/bn/news/iran-i126468
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখাকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন সরবরাহ করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন শত্রুর বিরুদ্ধে ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত উপযুক্ত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০২৩ ১৯:২৭ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখাকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন সরবরাহ করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন শত্রুর বিরুদ্ধে ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত উপযুক্ত।

আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে আইআরজিসি’র নৌ শাখাকে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তুলে দেন আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি’র নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। 

নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গোয়েন্দা ও কম্ব্যাট ড্রোন, নানা রকমের আর্মার্ড, কমান্ড অ্যান্ড লজিস্টিক ভেহিকেল, সার্ভিলেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।

আ‌ইআরজিসি’র নৌ শাখা বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র লঞ্চার ট্রাক,  রাডার এবং কমান্ড সিস্টেম হাতে পেয়েছে। এর পাশাপাশি রয়েছে কয়েকশো ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা ৩০০ থেকে ১,০০০ কিলোমিটার।

অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি নতুন এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামকে তার বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এবং কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে আইআরজিসি’র নৌ শাখার যুদ্ধ-সক্ষমতা বাড়বে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।