বিজ্ঞান গবেষণায় মুসলিম দেশগুলোর মধ্যে ইরান প্রথম অবস্থানে
(last modified Thu, 17 Aug 2023 11:33:07 GMT )
আগস্ট ১৭, ২০২৩ ১৭:৩৩ Asia/Dhaka
  • বিজ্ঞান গবেষণায় মুসলিম দেশগুলোর মধ্যে ইরান প্রথম অবস্থানে

মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজ্ঞান গবেষণায় প্রথম স্থান অধিকার করেছে। ২০২৩ সালে বিজ্ঞান গবেষণা ও প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে ইরান এই বিশেষ মর্যাদার অধিকারী হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে গতকাল (শুক্রবার) দেয়া এক সাক্ষাৎকারে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার বা আইএসসি'র প্রধান আহমাদ ফাজেলজাদে এ তথ্য জানান।
তিনি বলেন, মুসলিম বিশ্বের বাইরে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরানের অবস্থান ১৪তম। ২০২২ সালে ইরান মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ১৭তম অবস্থানে ছিল।
চলতি বছর ইরান ৮৫৪টি অত্যন্ত উঁচু মানের প্রবন্ধ প্রকাশ করেছে যা তাদের অবস্থানকে উন্নত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।