ইসলামি সরকার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা অস্তিত্বহীন: ইরানের খতিব
-
আহমাদ খাতামি
ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, বছর খানেক আগে যারা সহিংসতা ছড়িয়ে দিয়ে ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল তারাই আজ ধ্বংস হয়ে গেছে।
আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
আহমাদ খাতামি ইরানের শিরাজ শহরে অবস্থিত শাহ চেরাগের মাজারে দায়েশ বা আইএসের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, আইএস বা দায়েশ প্রতিষ্ঠা করেছে আমেরিকা এবং তারা এখনও আইএস-কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
দেশের যথাযথ কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচার করবে বলে তিনি জানান।
এ সময় তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রশংসা করে সর্বোচ্চ নেতার বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, আইআরজিসি হচ্ছে বিশ্বে সন্ত্রাসবিরোধী সবচেয়ে বড় বাহিনী।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।