আইআরজিসি না থাকলে আজ ইউরোপে আধিপত্য করত আইএস: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i127000-আইআরজিসি_না_থাকলে_আজ_ইউরোপে_আধিপত্য_করত_আইএস_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই অঞ্চলে দায়েশ বা আইএস'র বিরুদ্ধে লড়াই না করলে এখন ইউরোপীয় দেশগুলোতে এই সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য করত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২৩ ১৯:৩১ Asia/Dhaka
  • আইআরজিসির কমান্ডারদের সঙ্গে রায়িসি
    আইআরজিসির কমান্ডারদের সঙ্গে রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই অঞ্চলে দায়েশ বা আইএস'র বিরুদ্ধে লড়াই না করলে এখন ইউরোপীয় দেশগুলোতে এই সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য করত।

তিনি আজ (শুক্রবার) আইআরজিসি'র কমান্ডারদের সর্বোচ্চ পরিষদের সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন।

রায়িসি আরও বলেন, আইআরজিসি'র পদক্ষেপের কারণে ইউরোপ আজ শান্তিতে রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যেসব বীরেরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে পশ্চিমারা তাদেরকে হত্যা করছে এবং আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করছে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ১৯৭৯ সালের ২২ এপ্রিল আইআরজিসি গঠিত হয়। এই বাহিনী ইসলামি প্রজাতন্ত্রকে রক্ষায় কাজ শুরু করে এবং ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া গত প্রায় এক দশক ধরে আইএস-সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় সবার চেয়ে বেশি ভূমিকা রাখছে এই বাহিনী। পবিত্র ইসলাম ধর্মের লেবাস পরিয়ে আইএস-কে দিয়ে ইসলাম ধ্বংসের যে প্রকল্প হাতে নিয়েছিল আমেরিকা ও তার মিত্ররা তা বাস্তবায়ন হতে দেয়নি আইআরজিসি। এই বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ২০২০ সালে জানুয়ারিতে ইরাকে রাষ্ট্রীয় সফরে গেলে সেখানে কাপুরুষোচিত কায়দায় তাকে হত্যা করে আগ্রাসী মার্কিন বাহিনী।#    

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।