ইরানে কয়লাখনি দুর্ঘটনা, এ পর্যন্ত ৬টি লাশ উদ্ধার
(last modified Mon, 04 Sep 2023 12:56:50 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • ইরানে কয়লাখনি দুর্ঘটনা, এ পর্যন্ত ৬টি লাশ উদ্ধার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের একটি কয়লাখনি বিধ্বস্ত হয়ে অন্তত ছয় শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

সেমনান প্রদেশের দামাকান কাউন্টির তাজারে কয়লা খনিতে বিস্ফোরণের পরপর উদ্ধারকারীরা খনি থেকে শ্রমিকদের উদ্ধার অভিধান শুরু করে এবং ১০ ঘন্টার প্রচেষ্টা শেষে আজ (সোমবার) সকালের দিকে ৬ জনের মৃতদেহ বের করে আনতে সক্ষম হয়। গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, খনিতে বিপুল পরিমাণ গ্যাস জমে যাওয়ার কারণে সেখানে বিস্ফোরণ ঘটে এবং এতে খনির ভেতরের একটি সুড়ঙ্গ পথ বন্ধ হয়ে যায়। এর ফলে সেখানে শ্রমিকরা আটকা পড়ে।

খনিতে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয় এবং তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

ইরানের সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী সৌলাত মুরতাজাভি ঘটনা তদন্ত করার জন্য খনি লেখা পরিদর্শন করেছেন।

সেমনান প্রদেশের প্রধান বিচারপতি খনির কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।