সেপ্টেম্বর ১৩, ২০২৩ ০৯:৩৯ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তির খসড়া নিয়ে আবার আলোচনায় বসতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের ম্যারাথন আলোচনা গত বছর ভেঙে যায়।

গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একদল শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়ের সময় তেহরানের ওই প্রস্তুতি ঘোষণা করেন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে আলোচনার মাধ্যমে অবৈধ ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যও দরজা উন্মুক্ত রেখেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের রেড লাইনগুলো অক্ষুণ্ন রেখে তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আবার ফিরে যেতে প্রস্তুত রয়েছে। তবে পশ্চিমারা কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে সেজন্য তেহরান বসে নেই বরং ওই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন চালিয়ে যাচ্ছে ইরান।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ