মার্কিন কারাগার থেকে মুক্তি পাবেন এমন পাঁচজনের নাম ঘোষণা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i128052-মার্কিন_কারাগার_থেকে_মুক্তি_পাবেন_এমন_পাঁচজনের_নাম_ঘোষণা_করল_ইরান
জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন নিশ্চিত করেছে যে, বন্দী বিনিময় চুক্তির আওতায় আমেরিকা থেকে পাঁচজন ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ এনে এসব ইরানি নাগরিককে আমেরিকা অবৈধভাবে আটকে রেখেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১৫:০৯ Asia/Dhaka
  • মার্কিন কারাগার থেকে মুক্তি পাবেন এমন পাঁচজনের নাম ঘোষণা করল ইরান

জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন নিশ্চিত করেছে যে, বন্দী বিনিময় চুক্তির আওতায় আমেরিকা থেকে পাঁচজন ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ এনে এসব ইরানি নাগরিককে আমেরিকা অবৈধভাবে আটকে রেখেছে।

ইরানের স্থায়ী মিশন বলেছে, খুব শিগগিরই এই পাঁচ ব্যক্তি মার্কিন কারাগার থেকে মুক্তি পাবেন। গতকাল (মঙ্গলবার) ইরানি মিশন নিউ ইয়র্ক থেকে ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছে, মুক্তি পাওয়া পাঁচজনের মধ্যে কয়েকজন আমেরিকায় থাকবেন এবং বাকিরা ইরানে ফিরে যাবেন।

যে ৫ ইরানি নাগরিক মুক্তি পেতে যাচ্ছেন তাদের নাম জানিয়েছে ইরানের স্থায়ী মিশন। এরা হলেন মেহেরদাদ মইন আনসারী, কাম্বিজ আত্তার কাশানি, রেজা সারহাংপুর কোফরানি, আমিন হাসানজাদেহ এবং কাভে লুৎফুল্লাহ আফরাসিয়াবি। 

এদিকে, মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, নির্ধারিত সময়েই বন্দী বিনিময় সম্পন্ন হবে। তিনি জানান, ইরানি কারাগারে বন্দি মার্কিন নাগরিকরা ভালো ও অসুস্থ আছেন এবং তারা দ্রুতই তাদের নিজেদের বাড়িতে ফিরে যাবেন।

গত ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা প্রকাশ করে ইরান। এর আগে দুই বছর ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।