ইরানের ওপর ইউরোপীয় ৩ দেশের নিষেধাজ্ঞা বহাল রাখা পরমাণু সমঝোতার লঙ্ঘন
https://parstoday.ir/bn/news/iran-i128108-ইরানের_ওপর_ইউরোপীয়_৩_দেশের_নিষেধাজ্ঞা_বহাল_রাখা_পরমাণু_সমঝোতার_লঙ্ঘন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইউরোপীয় তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যেসব নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরান বলেছে, এসব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বহাল রাখা অর্থ হচ্ছে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার লঙ্ঘন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৪:২১ Asia/Dhaka
  • ইরানের ওপর ইউরোপীয় ৩ দেশের নিষেধাজ্ঞা বহাল রাখা পরমাণু সমঝোতার লঙ্ঘন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইউরোপীয় তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যেসব নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরান বলেছে, এসব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বহাল রাখা অর্থ হচ্ছে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার লঙ্ঘন।

ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি সম্পর্কিত যেসব মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোকে বহাল রাখতে চায় ইউরোপের এই তিন দেশ। 

পরমাণু সমঝোতা অনুযায়ী, আগামী মাসে এই সব নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু গতকাল বৃহস্পতিবার ইউরোপের এই তিন দেশ ঘোষণা করেছে যে, তারা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তা বহাল রাখতে আগ্রহী। ইউরোপীয় তিন দেশের এই ঘোষণায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এর মধ্যদিয়ে মূলত তারা পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে এবং চূড়ান্তভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করা হবে। ২০১৫ সালে ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এই প্রস্তাবের মধ্য দিয়ে তা জাতিসংঘের পক্ষ থেকে অনুমোদন দেয়া হয়।

পরমাণু সমঝোতা সই হওয়ার সময় ইরানের বিপরীতে যে ছয়টি দেশ জোটবদ্ধ ছিল তার মধ্যে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিও ছিল। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিলেও ইউরোপের এই তিন দেশ বেরিয়ে যায়নি। সে হিসেবে ইউরোপীয় তিন দেশ এতদিন পরমাণু সমঝোতা অনুসরণ করে এসেছে কিন্তু এখন তাদের অবস্থানে বড় রকমের পরিবর্তন আসছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।