সম্পর্ক জোড়া লাগবে?
ইরান-মিশরের কূটনৈতিক আলোচনা, ইতিবাচক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মিশরের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আলোচনার কথা নিশ্চিত করে একে ‘খুবই ভালো এবং ইতিবাচক’ বলে মন্তব্য করেছে।
গত কিছুদিন ধরে নেট জগতে খবর পাওয়া যাচ্ছিল যে, পর্দার আড়ালে আঞ্চলিক এই দুই হেভিওয়েট সম্পর্ক পুরোমাত্রায় পুনঃস্থাপনের জন্য আলোচনা করছে। এরপর ইরানের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার কথা নিশ্চিত করা হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে নিউইয়র্কে বৈঠক করেছেন। এই বৈঠককে নাসের কানয়ানি তেহরান-কায়রো সম্পর্কের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট উল্লেখ করে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার ফ্রেমওয়ার্কের আওতায় এই আলোচনা হয়েছে এবং এটি ছিল ইতিবাচক পদক্ষেপ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দু পক্ষ অভিন্ন স্বার্থ, দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্কের অবস্থা মূল্যায়ন এবং এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে করণীয় নিয়ে মত বিনিময় করেছেন। এই আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্কের পথে নতুন দিগন্ত উন্মুক্ত করবে বলে তিনি আশা করেন।
দীর্ঘদিন ধরে ইরান ও মিশরের মধ্যে সম্পর্ক বিচ্ছন্ন ছিল। সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর সম্পর্ক উন্নয়নের আশা করা হলেও তা সেভাবে এগোয়নি। নতুন করে কূটনৈতিক উদ্যোগের ফলে দু দেশের মধ্যকার সম্পর্ক জোড়া লাগে কিনা তাই এখন দেখার বিষয়। অবশ্য, ইরানের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২২