ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ওয়াটার ল্যান্ডিং ড্রোন বানিয়েছে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i128560-ক্ষেপণাস্ত্র_বহনে_সক্ষম_ওয়াটার_ল্যান্ডিং_ড্রোন_বানিয়েছে_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার বিশেষজ্ঞরা এমন ড্রোন তৈরি করেছেন যা পানির ভেতরে ল্যান্ড করতে সক্ষম এবং এসব ড্রোন ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • তাংসিরি
    তাংসিরি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার বিশেষজ্ঞরা এমন ড্রোন তৈরি করেছেন যা পানির ভেতরে ল্যান্ড করতে সক্ষম এবং এসব ড্রোন ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে পারে।

আইআরজিসির নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই কম্ব্যাট ড্রোন পানির ওপর থেকে উড্ডয়ন করতেও সক্ষম।

অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আইআরজিসি’ নৌ শাখা হাইব্রিড ড্রোনও তৈরি করেছে যার দুটি আলাদা ইঞ্জিন রয়েছে। এসব ড্রোন ১৫ ঘণ্টার বেশি সময় আকাশে উড়তে পারে এবং খুব শিগগিরি এগুলো নৌবহরে যুক্ত হবে।

গত মাসে আইআরজিসি’র নৌ শাখা দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যন্ত উন্নতমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে। এর পাশাপাশি তারা নতুন ধরনের ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ার ফেয়ারের জন্য সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ-সামগ্রী হাতে পেয়েছে। আইআরজিসি’র চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আনুষ্ঠানিকভাবে এসব সামরিক সরঞ্জাম হস্তান্তর করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।