'ব্রিটেন ও আমেরিকা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে'
তেহরানের অস্থায়ী জুমার নামাজের ইমাম হুজ্জাত-উল-ইসলাম ওয়াল-মুসলিম কাজেম সিদ্দিকী তেহরানে চলতি সপ্তা'র জুমার নামাজে দেয়া খুতবায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেছেন: ব্রিটেন ও আমেরিকা মুসলমানদের মধ্যে অনৈক্য ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
তার বক্তৃতার আরেকটি অংশে, হুজ্জাতুল ইসলাম সিদ্দিকী পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে অভিনন্দন জানান। তিনি বলেছেন: রণাঙ্গন ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সর্বোচ্চ ইসলামী আইনবিদ ও কর্তৃপক্ষ বা ওয়ালী ফকিহের অবস্থান এবং বিশ্বের অন্যান্য নেতাদের থেকে তাঁর পার্থক্য বিশ্বের দৃষ্টিতে উন্মোচন করেছে।
জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সাম্প্রতিক ভাষণের কথা উল্লেখ করে তেহরানের অস্থায়ী ইমাম কুরআনকে সভ্যতা ও মানবতার নির্মাতা এবং মানবীয় ঐক্যের উৎস বলে উল্লেখ করেন। তিনি বলেন: প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রায়িসি জাতিসংঘে কুরআনকে আলো ও পতাকা হিসেবে তুলে ধরেছিলেন।
হোজ্জাতুল ইসলাম ও আল-মুসলিম সিদ্দিকী নূর-তিন স্যাটেলাইট পাঠানোর কথা উল্লেখ করে বলেছেন: এই পদক্ষেপটি ইসলামী ইরানের সম্মানের বইয়ের একটি নতুন সোনালি পাতা।#