আমেরিকা কোনো প্রতিশ্রুতিই মেনে চলে নি: আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি
(last modified Fri, 06 Dec 2024 11:20:45 GMT )
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৭:২০ Asia/Dhaka
  • আমেরিকা কোনো প্রতিশ্রুতিই মেনে চলে নি: আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করে নি আমেরিকা। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমেরিকার সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। তারা  আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলে না। আমেরিকা একটি দস্যু রাষ্ট্র এবং তাদের কাছে শক্তিই হলো যুক্তি। দুর্বল জাতিগুলোর কাছে তারা চাঁদা দাবি করে।

ইরানের ছাত্র দিবস উপলক্ষে তিনি বলেন, ছাত্র সমাজের মধ্যে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা জোরালো রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি ইরানে মার্কিন মদদপুষ্ট সামরিক অভ্যূত্থানের ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

আজকের জুমার নামাজের খতিব সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ইরানের জনগণ ও সরকার সব সময় ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ও সিরিয়ার পাশে থাকবে। এ প্রসঙ্গে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক দেশগুলো সফরের কথা তুলে ধরেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।