সিরিয়ায় মার্কিন দখলদারির বিরুদ্ধে সোচ্চার হতে ইরানের আহ্বান
(last modified Fri, 06 Oct 2023 11:35:45 GMT )
অক্টোবর ০৬, ২০২৩ ১৭:৩৫ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তোরাবিফার্দ
    হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তোরাবিফার্দ

ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তোরাবিফার্দ সিরিয়ায় গতকালের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ প্রসঙ্গে বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদের দালালেরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সিরিয়াসহ নানা স্থানে তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অজ্ঞতার সঙ্গে ক্ষমতার সংযুক্তির কারণে সাম্রাজ্যবাদীরা এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারছে।

গতকাল সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে সমাবর্তন অনুষ্ঠানের সময় সন্ত্রাসী হামলায় অন্তত ৮৯ জন নিহত ও ২৭৭ জন আহত হয়েছে।

তেহরানের জুমা নামাজের খতিব বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরণের নৃশংসতা ও হত্যাযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে। তাদেরকে সজাগ হতে হবে। আমেরিকা যাতে দখলদারি চালাতে না পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।

এ সময় তিনি ফিলিস্তিনিসহ সব মজলুম জাতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জালিমদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ