সিরিয়ায় সন্ত্রাসী হামলায় বিদেশি শক্তির হাত রয়েছে: ইরানি প্রেসিডেন্ট
(last modified Fri, 06 Oct 2023 12:01:39 GMT )
অক্টোবর ০৬, ২০২৩ ১৮:০১ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

সিরিয়ার মিলিটারি একাডেমিতে হামলার জন্য সন্ত্রাসীদের সহযোগী বিদেশি শক্তিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

সিরিয়ার হোমসে মিলিটারি একাডেমিতে গতকালের সন্ত্রাসী হামলার পর আজ (শুক্রবার) এক শোকবার্তায় ইরানি প্রেসিডেন্ট বলেন- সিরিয়ায় পরিপূর্ণভাবে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে শত্রুরা। এরই অংশ হিসেবে গত কয়েক মাসে সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দখলদার শক্তিসহ সন্ত্রাসীদের সহযোগী বিদেশি শক্তি এসব হামলার জন্য গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি লজিস্টিক সাহায্য দিচ্ছে।  

তিনি বলেন, এসব তৎপরতার মাধ্যমে আইএস-সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা চলছে। একই লক্ষ্যে দখলদার ইসরাইলের পক্ষ থেকেও সিরিয়ার ভূখণ্ডে আগ্রাসী তৎপরতা চালানো হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট এ ধরণের জঘন্য অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ