অক্টোবর ১৬, ২০২৩ ১৬:৪২ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান (বামে) এবং ওয়াং ই (ডানে)
    আব্দুল্লাহিয়ান (বামে) এবং ওয়াং ই (ডানে)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলি বাহিনীর নজিরবিহীন বর্বর আগ্রাসন থামানোর জন্য হস্তক্ষেপ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

ইসরাইল হামলায় গত ১০ দিনে অন্তত ২৭৫০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৯৭০০ আহত হয়েছেন।
গতকাল (রোববার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের যেহেতু দায়িত্ব রয়েছে, সে কারণে গাজার চলমান সংঘাতে বিশ্ব সংস্থাটিকে নিজের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

ফোনালাপের এক পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনকে তার কূটনৈতিক সক্ষমতা ব্যবহার করে গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

হোসেই‌ন আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
গাজার বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধ না হলে এই সংঘাত যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না- তার কোনো নিশ্চয়তা নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এর কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক, সিরিয়া, লেবানন ও কাতার সফর করেন।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ