হামাসের অভিযানে ইসরাইল চরমভাবে অপমানিত হয়েছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i129470-হামাসের_অভিযানে_ইসরাইল_চরমভাবে_অপমানিত_হয়েছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, হামাসের ‘আল-আকসা তুফান’ অভিযানে ইসরাইল শুধু পরাজিত হয়নি চরমভাবে অপমানিত হয়েছে। তিনি আরো বলেছেন, অন্য কারো সাহায্য ছাড়া হামাস একাই ইহুদিবাদীদের চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১০:১৮ Asia/Dhaka
  • হোসেইন সালামি
    হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, হামাসের ‘আল-আকসা তুফান’ অভিযানে ইসরাইল শুধু পরাজিত হয়নি চরমভাবে অপমানিত হয়েছে। তিনি আরো বলেছেন, অন্য কারো সাহায্য ছাড়া হামাস একাই ইহুদিবাদীদের চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।  

গতকাল (সোমবার) তেহরানে এক বক্তৃতায় তিনি আরো বলেন, গত ৭ অক্টোবর হামাসের অভিযান ছিল ইসরাইলের জন্য একটি ‘রাজনৈতিক ও নিরাপত্তাগত ভূমিকম্প।’ জেনারেল সালামি বলেন, এখন ইসরাইল গাজা উপত্যকার নিরীহ বেসামরিক মানুষের ওপর যে বেপরোয়া হামলা চালাচ্ছে তার মাধ্যমে সে তার অবমাননাকর পরাজয়ের গ্লানি মুছে ফেলতে পারবে না।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, “ভবিষ্যতে ইহুদিবাদী সরকার কী করবে তাতে কিছু যায় আসে না, তেল আবিবের পক্ষে এই অপমান কাটিয়ে ওঠা সম্ভব নয়।”

তিনি বলেন, “হামাসের অভিযানে ইসরাইলের অজেয় থাকার দিবাস্বপ্ন ভূলুণ্ঠিত হয়েছে এবং তেল আবিবের হম্বিতম্বির স্বরূপ বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে।”

বেসামরিক আবাসিক ভবনে বোমা হামলা শক্তিমত্তার প্রমাণ নয় এবং এর কোনো যুক্তি হয় না বলে মনে করেন জেনারেল সালামি। তিনি বলেন, আজ ইসরাইলের ভুয়া পরিচয় ধসে পড়েছে এবং একটি ফাঁপা খোল ছাড়া এটির আর কিছু অবশিষ্ট নেই।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।