পুরো মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে ইরানের প্রতি ইইউ’র আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i129482-পুরো_মধ্যপ্রাচ্যে_গাজা_যুদ্ধের_বিস্তৃতি_ঠেকাতে_ইরানের_প্রতি_ইইউ’র_আহ্বান
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যে যুদ্ধ চলছে তা যাতে আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৫:০৩ Asia/Dhaka
  • বোরেল (বামে) ও আব্দুল্লাহিয়ান
    বোরেল (বামে) ও আব্দুল্লাহিয়ান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যে যুদ্ধ চলছে তা যাতে আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

এই যুদ্ধ যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি ইরানকে তার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান।সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে জোসেফ বোরেল জানান, তিনি টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছেন।

এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। জোসেপ বোরেল বলেন, "ইউরোপীয় ইউনিয়নের পরিষ্কার অবস্থান হচ্ছে সন্ত্রাসবাদের নিন্দা জানানো এবং সব সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়া।" তিনি তার পোস্টে আরো বলেন, “সবার স্বার্থেই এই যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো জরুরি। যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ইরান তার নিজের প্রভাব কাজে লাগাতে পারে।”

এদিকে, গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন বন্ধ না করে তাহলে এই যুদ্ধের বিস্তার ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মাটিনের সঙ্গে টেলিফোনালাপে এই হুঁশিয়ার উচ্চারণ করেন আমির আব্দুল্লাহিয়ান।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।