জুমার খোতবা:
প্রতিরোধ যোদ্ধাদের সময় উপযোগী হামলা বৈধ এবং গ্রহণযোগ্য : কাজেম সিদ্দিকী
-
হুজ্জাতুল-ইসলাম ওয়াল-মুসলিমীন কাজেম সিদ্দিকী
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: প্রতিরোধ যোদ্ধাদের অভিযান ছিল সময় উপযোগী। তাদের ওই অভিযান আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ হিসেবে হামাসের অভিযান বিশ্ব বিবেকের কাছে বৈধতা পেয়েছে।
জুমার খতিব হুজ্জাতুল-ইসলাম ওয়াল-মুসলিমীন কাজেম সিদ্দিকী খুতবায় আরও বলেন: ইহুদিবাদী ইসরাইলের অপরাধী ও বিবেকহীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়মিতভাবেই ফিলিস্তিনীদের ঘরবাড়ি ধ্বংস করে,তাই প্রতিরক্ষা ছিল খুবই স্বাভাবিক একটি বিষয়।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বিশিষ্ট এই আলেম আরও বলেছেন: বিগত ৭০ বছর ধরে গাজার জনগণের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনীরা বাস্তুচ্যুত হয়েছিল, গণহত্যার শিকার হয়েছে এবং অবরোধের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ উন্মুক্ত কারাগারে দিনযাপন করে আসছে।
জনাব সিদ্দিকী আরও বলেন: ইহুদিবাদীদের কাছে বাধার প্রাচীরের সুরক্ষা ছিল। ওই প্রাচীর নির্মাণে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে যা খাইবার প্রাচীরের চেয়ে কম ছিল না। তাদের পর্যবেক্ষণ টাওয়ার ছিল এবং টহলরত গোয়েন্দা ড্রোন তাদের সহায়তা করে যাচ্ছিল। আমেরিকাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশও তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছিল এমনকি ফিলিস্তিনি জনগণের ফোনের সিম কার্ডও তারা পর্যবেক্ষণের আওতায় রেখেছিল। তাই ইহুদিবাদীরা ভাবতেও পারে নি
হাজার হাজার হামাস যোদ্ধা এতোসব বাধা অতিক্রম করে ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেবে, কুদস দখলদার সেনাদের এভাবে ধ্বংস করবে এবং তাদের সেনাদের বন্দী করে গাজায় নিয়ে আসবে।
এই অভিযানে ইসরাইলের তথাকথিত অজেয় শিরোপার মিথ ভেঙ্গে গেছে। তারা ওই অপমান ঢাকতে ফিলিস্তিনী যোদ্ধাদের কিছুই করতে পারে নি। তারা শুধু গাজায় বর্বর গণহত্যা চালিয়ে নিরীহ মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে, নারী-শিশু এবং বৃদ্ধকে হত্যা করে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
জুমার নামাজের খতিব আরও বলেন: বর্বর ইসরাইলি সেনাদের চরম পাশবিকতা প্রকাশ পেয়েছে স্কুল,কলেজ,মসজিদ,হাসপাতালের মতো স্থাপনার ওপর নির্বিচার বোমা হামলার মধ্য দিয়ে। ওই নৃশংস হামলার কারণে বিশ্ববিবেকের কাছে এখন আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্রসহ ইহুদিবাদী ইসরাইল চরমভাবে ঘৃণিত।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।