নভেম্বর ২২, ২০২৩ ০৯:৩০ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসিবে চিহ্নিত করুন: প্রেসিডেন্ট রায়িসি

ইহুদিবাদী ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসিবে চিহ্নিত করতে ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, দখলদার এই শক্তি বিগত সপ্তাহগুলোতে অবরুদ্ধ গাজা উপত্যকায় যে পাশবিকতা চালিয়েছে সে কারণে এটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে হবে।

গতকাল (মঙ্গলবার) উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের গাজা বিষয়ক বিশেষ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট রায়িসি এ আহ্বান জানান। তিনি দখলদার ইসরাইলের প্রতি ইঙ্গিত করে বলেন, “এই ভুয়া সরকারকে সন্ত্রাসী সরকার এবং এটির সেনাবাহিনীকে একটি সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করতে হবে।”

ইরানের অনুরোধে মঙ্গলবার ব্রিকসের গাজা বিষয়ক বিশেষ ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ ভেঙে সেখানকার অধিবাসীদের জন্য মানবিক ত্রাণ পাঠানোর জন্য ব্রিকস সদস্য দেশগুলোকে চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, গাজার ২৩ লাখ অধিবাসী এখন চরম মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে।

গাজা যুদ্ধে ইসরাইল যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে সে ব্যাপারেও তদন্ত করার জন্য তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। রায়িসি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ওপর দখলদার সেনারা বহুবার নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে।

ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্যও প্রেসিডেন্ট রায়িসি ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং এই সরকারের বর্ণবাদী চরিত্রের কারণে ব্রিকসভুক্ত দেশগুলোর উচিত তেল আবিবের সঙ্গে সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করার যে উদ্যোগ কয়েকটি ব্রিকসভুক্ত দেশ নিয়েছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, তেল আবিবকে গাজায় ভয়াবহ নৃশংসতা চালানোর কাজে পৃষ্ঠপোষকতা দেয়ার কারণে আইসিসিতে মার্কিন সরকারেরও বিচার করতে হবে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিকসের পূর্ণ সদস্যদেশ। এছাড়া, ইরানসহ আরো পাঁচটি দেশকে ২০২৪ সালের জানুয়ারি মাসে এই জোটে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ