ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন কিউবার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i131674-ইরানের_সর্বোচ্চ_নেতার_সঙ্গে_বৈঠক_করলেন_কিউবার_প্রেসিডেন্ট
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল ও তার সফরসঙ্গীরা আজ (সোমবার) বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৩ ১৯:৪২ Asia/Dhaka
  • মিগুয়েল দিয়াজ কানেল (বামে)
    মিগুয়েল দিয়াজ কানেল (বামে)

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল ও তার সফরসঙ্গীরা আজ (সোমবার) বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। 
এর আগে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেন এবং দুই প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে আজই কিউবার প্রেসিডেন্ট ইরান পৌঁছান। দীর্ঘ ২২ বছর পর কিউবার কোনো প্রেসিডেন্ট ইরান এলেন। এর আগে সর্বশেষ দেশটির প্রেসিডেন্ট হিসেবে ইরান সফর করেছিলেন ফিদেল কাস্ত্রো।# 

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।