অতিথি পাখিদের কোলাহলে মুখরিত ইরানের লোরেস্তান প্রদেশের সেলসেলেহ শহর
(last modified Tue, 12 Dec 2023 14:34:01 GMT )
ডিসেম্বর ১২, ২০২৩ ২০:৩৪ Asia/Dhaka
  • অতিথি পাখিদের কোলাহলে মুখরিত ইরানের লোরেস্তান প্রদেশের সেলসেলেহ শহর

অতিথি পাখিদের প্রতি মানুষের মমতা এবং ভালোবাসার পাশাপাশি এদেরকে শিকারে পরিণত না করার সংস্কৃতির কারণেই ইরানের লোরেস্তান প্রদেশের সেলসেলেহ শহর এখন অতিথি পাখি প্রেমীদের কাছে আকর্ষণীয় এলাকায় পরিণত হয়েছে।

পার্সটুডে/এমবিএ/ ১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।