'পশ্চিমাদের ঘৃণ্য চরিত্রও উন্মুক্ত করেছে ফিলিস্তিনিরা'; গাজার সমর্থনে ইরানে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/iran-i132138-'পশ্চিমাদের_ঘৃণ্য_চরিত্রও_উন্মুক্ত_করেছে_ফিলিস্তিনিরা'_গাজার_সমর্থনে_ইরানে_বিক্ষোভ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আবু তোরাবিফার্দ বলেছেন, সাহসী ফিলিস্তিনিরা আমেরিকা, ইউরোপ ও ইহুদিবাদীদের ঘৃণ্য চরিত্র সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৯:১৩ Asia/Dhaka
  • আবু তোরাবিফার্দ
    আবু তোরাবিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আবু তোরাবিফার্দ বলেছেন, সাহসী ফিলিস্তিনিরা আমেরিকা, ইউরোপ ও ইহুদিবাদীদের ঘৃণ্য চরিত্র সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে।

তিনি আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আবু তোরাবিফার্দ আরও বলেছেন, পশ্চিমাদের বস্তুবাদী ব্যবস্থার অবস্থান যে আসলেই মানবতার বিরুদ্ধে,তা গাজায় চলমান গণহত্যার মধ্যদিয়ে সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, নিঃসন্দেহে বিশ্বে মৌলিক পরিবর্তন ঘটছে এবং এক বা দুই মেরুকেন্দ্রীক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হয়ে গেছে। 

তিনি আমেরিকা ও ইউরোপের স্বাধীনতা, মানবাধিকার ও পশ্চিমা গণতন্ত্রের শ্লোগানকে কেবলি লোকদেখানো বলে মন্তব্য করেন। 

এদিকে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ছয়টি প্রদেশে মিছিল হয়েছে। জুমার নামাজের পর অনুষ্ঠিত মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। এই ছয়টি প্রদেশ হচ্ছে তেহরান, খোরাসানে রাজাভি, আর্দেবিল, লোরেস্তান, মাজান্দারান ও কুর্দিস্তান।

গত ৭ আগস্ট থেকে গাজায় নতুন করে ইসরাইলের নির্বিচার গণহত্যা শুরু হয়েছে। এ পর্যন্ত গাজার ১৮ হাজার বাসিন্দা শহীদ হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলোও পাল্টা জবাব দিচ্ছে। স্থল অভিযানে নেমে নাস্তানাবুদ হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। একই সঙ্গে গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রয়েছে।# 

পার্সটুডে/এসেএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।