দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট রায়িসি
(last modified Sat, 16 Dec 2023 03:45:33 GMT )
ডিসেম্বর ১৬, ২০২৩ ০৯:৪৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। শুক্রবার ভোররাতের ওই হামলায় ইরানের ১১ পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হন।

প্রেসিডেন্ট রায়িসি শুক্রবার বিকেলে এক বার্তায় এ ঘটনায় ইরানি জাতিকে বিশেষ করে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান।  তিনি ইরানের নিরাপত্তা বাহিনীগুলোকে নির্দেশ দিয়ে বলেন, হামলায় অংশগ্রহণকারী ও তাদের নির্দেশদাতাদের চিহ্নিত করে যতদ্রুত সম্ভব তাদের বিচার নিশ্চিত করতে হবে।  তিনি এ হামলাকে একটি ‘কাপুরুষোচিত ও নির্বিচার’ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে এর জন্য ‘বিশ্ব দাম্ভিক শক্তির দালালদের’ দায়ী করেছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফও অবিলম্বে সিস্তান-বালুচিস্তান প্রদেশের থানায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রতি সম্মান জানাতে সিস্তান-বালুচিস্তান প্রদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী কথিত জইশ-উল-আদল ইরানের একটি থানায় চালানো ওই নির্বিচার হামলার দায়িত্ব স্বীকার করেছে। তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত এক এক্স বার্তায় ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ