ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i132174-ইসরাইলি_গোয়েন্দা_সংস্থা_মোসাদের_এজেন্টকে_ফাঁসি_দিল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগ ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৩ ১৮:০৯ Asia/Dhaka
  • ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগ ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

প্রাদেশিক বিচার বিভাগের জনসংযোগ দপ্তর আজ (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি এই এজেন্টের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই ব্যক্তি তার কিছু সহযোগীর মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করে তা মোসাদকে সরবরাহ করে।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য এই ব্যক্তি মোসাদের একজন কর্মকর্তার কাছে সরাসরি দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর জন্য এসব তথ্য মোসাদকে দেয়া হয় বলে জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে। তবে মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

আদালতে পুঙ্খানুপুঙ্খ শোনানি এবং বিচার কাজ শেষে এই গুপ্তচর এজেন্টকে দোষী সাব্যস্ত করা হয়। প্রথম রায়ের পর মোসাদের এজেন্ট সুপ্রিম কোর্টে আপিল করে। সেখানে প্রয়োজনীয় শোনানি এবং আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে রায় বহাল রাখা হয় এবং আজ সকালে জাহেদানের কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।