পারস্য উপসাগরের ৩ দ্বীপের মালিকানা নিয়ে বিতর্ক
ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে আপোষ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
-
(ডানে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান (বামে) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইরান কোনো অবস্থায় তার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে আপোষ করবে না বলে ঘোষণা করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপে তেহরানের এ কঠোর অবস্থান ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
পারস্য উপসাগরে অবস্থিত তিনটি দ্বীপ আবু মূসা, গ্রেটার তুম্ব ও লেসার তুম্বের মালিকানা প্রশ্নে কয়েকটি আরব দেশ ও রাশিয়া একটি যৌথ বিবৃতি প্রকাশ করার পর ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার মরক্কোয় আরব-রাশিয়া সহযোগিতা ফোরামের ৬ষ্ঠ বৈঠক থেকে প্রকাশিত বিবৃতিতে পারস্য উপসাগরের তিন দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানা দাবি করা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে ল্যাভরভকে বলেন, পারস্য উপসাগরের তিনটি দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং এ ব্যাপারে তেহরান কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।
এর আগে গত বৃহস্পতিবারই মরক্কো বিবৃতি প্রকাশিত হওয়ার পরপরই ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এর নিন্দা জানান। তিনি ইরানের ব্যাপারে কোনো পক্ষ নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।
পারস্য উপসাগরে অবস্থিত তিনটি দ্বীপ আবু মূসা, গ্রেটার তুম্ব ও লেসার তুম্ব ঐতিহাসিকভাবে ইরানের অংশ। বিভিন্ন ঐতিহাসিক দলিলে সুস্পষ্টভাবে ওই তিন দ্বীপকে ইরানের অংশ বলে বিবেচনা করা হয়েছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত কয়েক দশক ধরে দ্বীপগুলোকে নিজের বলে দাবি করে আসছে।
১৯২১ সালে পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ব্রিটিশ সেনারা দখল করে নেয়। কিন্তু ১৯৭১ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ বাহিনী পারস্য উপসাগরীয় এলাকা ত্যাগ করার পর এবং আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত নামক রাষ্ট্র ঘোষিত হওয়ার দু’দিন আগে দ্বীপগুলোর ওপর ইরানের মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হয়।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩