ইরানের শহীদ জেনারেল মুসাভির পরিবারকে যে কথা বললেন সর্বোচ্চ নেতা
(last modified Thu, 28 Dec 2023 15:21:04 GMT )
ডিসেম্বর ২৮, ২০২৩ ২১:২১ Asia/Dhaka
  • পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা
    পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা

সিরিয়ায় ইসরাইলি হামলায় শাহাদাত-বরণকারী ইরানি জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভির পরিবারকে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, সাইয়্যেদ মুসাভি সৌভাগ্যবান, সারা জীবনের কঠোর চেষ্টা-সংগ্রামের পর তিনি মহান প্রতিপালকের পক্ষ থেকে শাহাদাতকে পুরস্কার হিসেবে পেয়েছেন! আপনারাও এই সওয়াবের অংশীদার।

আজ (বৃহস্পতিবার) জানাজার নামাজের পর তিনি জেনারেল মুসাভির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান। সর্বোচ্চ নেতা সকালে মরহুমের কফিনকে সামনে রেখে কুরআন থেকে তেলাওয়াত করেন এবং জানাজার নামাজ পড়ান।

এ সময় সেখানে শহীদ মুসাভির পরিবারের কয়েক জন সদস্য ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডারসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ রাজি মুসাভির অক্লান্ত জিহাদের প্রশংসা করেন। তিনি এই শহীদকে আল্লাহর সবচেয়ে ধার্মিক ও প্রিয় মানুষদের সাথে একত্রিত হওয়ার সুযোগ ও সর্বোচ্চ মর্যাদা দিতে আল্লাহর কাছে দোয়া করেন।

ইরানের আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সোমবার সন্ধ্যায় (২৫ ডিসেম্বর, ২০২৩) সিরিয়ার রাজধানী দামেস্কের জয়নাবিয়া এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলায় শহীদ হন।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ